আমার রঙ্গভূমি
- সৌম্যকান্তি চক্রবর্তী

শুধু তোমাকেই দেখবো ...
এ তো বলিনি কখনো ;
শুধু তোমারই থাকবো ,
এটাই সঠিক জেনো ..
জগতের আরো আলো আছে
যারা চোখকে ধাঁধিয়ে দেয় ,
কত সময়েই দেখেছি তারাই
হৃদয়ে সেঁধিয়ে যায় ..
অন্য জগতে চলে যাই ;
তখন তোমাকে ভুলে যাই ,
ফিরে আসি যবে ...
দেখি কাছে তুমি ;
চোখ কচলিয়ে ভাবতে বসি ,
এটাই আমার রঙ্গভূমি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।