প্রতিক্ষা
- হোসাইন মুহম্মদ কবির ১৬-০৪-২০২৪

যুগ যুগ ধরে অপেক্ষায় আছি
সে আসবে বলে ,
জানিনা কখনো পাবো কি তার দেখা
যে আছে অন্তরালে।

কি গো তোমার নাম-কোথায় তোমার বাড়ি
-কোন সুদূরে থাকো তুমি,
তোমার দেখা পেতে হন্যে হয়ে
ঘুরে ঘুরে ক্লান্ত হলাম আমি।

যার জন্য প্রেমময় ব্যাকুল হৃদয়
চায় খুব কাছে পেতে ,
তীব্র নেশায় মগ্ন আমি
একা ঘুম আসে না রাতে।

স্বপ্নে এসে বলো কথা
স্বপ্নে চলে যাও ,
আমায় কাঁদিয়ে অন্তরালে
কি সুখ তুমি পাও।

দেখা দাও থেকো না আর অন্তরালে
তুমি তো পরী নও-নও তুমি দেবী
তুমি তো মানবী ,
না পাওয়ার যন্ত্রণা'তে-ব্যর্থ প্রেমের কাব্য লিখে চাই না হতে কবি।

১৮/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।