সুখের আশায়
- হোসাইন মুহম্মদ কবির

আশায় আশায় দিন ফুরাইলো
আশা পূর্ণ হইলো না
সুখ আশায় বান্দি বাসা
তবু আশার প্রদীপ কেন জ্বলে না।

যেজন মনের ভাব বোঝেনা
তার সাথে কি হয় লেনাদেনা
সুখের সন্ধান কেউ দিলো না
থাকলে যানা দিতে কিসের মানা
অন্তহীন যার পথ ফুরায় না
তবে নাই কি সুখের ঠিকানা।

সুখের আশায় বেলা গেলো
সুখের দেখা মিললো না
দিনের শেষে রাত্রি এসে
-বলে আমায় ভালোবেসে-
চলো আপন ঠিকানা।

সুখের সন্ধান কেউ পাবেনা
মিছে কেন হও দিয়না
এ ভুবনে সুখী কেউ হবেনা
সুখ নামে মিছে শান্ত্বনা।

২৭/১০/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।