কি ভুল আমার
- হোসাইন মুহম্মদ কবির
ভুল বুঝে চলে গেলে
আমায় দিয়ে ব্যথা,
রাখলে না তো আমায় দিয়ে
তুমি কোনো কথা।
এ হৃদয়ে আগুন জ্বলে
চোখের জলে নিভে না,
কোন সুখের নীড়ে চলে গেলে
আমার কথা ভাবলে না।
ডাকছি তোমায় গানের সুরে
আছো তুমি কতো দূরে।
তুমি বিনে প্রাণ পাখি
দিতে চায় আমায় ফাঁকি।
তোমার চোখের দেখায় ভুল ছিলো
বুঝেও বুঝলে না,
একটা বার আমার কাছে
জানতে ও চাইলে না।
ভুল বুঝে চলে গেলে
আমায় দিয়ে ব্যথা,
রাখলে না তো আমায় দিয়ে
তুমি কোনো কথা।
মরে গেলে আমি
জানি কাঁদবে না তুমি,
তবু সুখে থেকো ভালো থেকো
দোয়া করে যাই আমি।
২৯/১০/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।