ক্ষণিক দেখা
- হোসাইন মুহম্মদ কবির
প্রেমময় ছলছল নয়নে
তাকাইও না আর-এমন নয়ন এ ভুবনে
আছে বলো কার,
যতো দেখি বলে আঁখি
আরও দেখি বার।
অপলক নয়নে চেয়ে থাকি
দেখি ঐ চাঁদ মুখ,
তোমার ক্ষণেক দেখায়
এ অন্তরে পাই খুঁজে সীমাহীন সুখ।
কোথাকার রাজ কন্যা তুমি
কোথা হতে এলে,
ক্ষণেক দেখায় হৃদয়ে কম্পন তুলে
স্বর্গসুখে আমায় ভাসিয়ে গেলে।
নিত্য এ পথে রই তাকিয়ে
এই বুঝি তুমি এসে দাও দেখা,
তুমি না এলে যুগযুগান্তর এ পথের পানে চেয়ে
নিঃসঙ্গ জীবন কাটাবো একা।
৩১/১০/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।