একটা কবিতা
- হোসাইন মুহম্মদ কবির
দিনরাত বিভোর ভাবনায় মগ্ন
চোখে শুধু স্বপ্ন আর স্বপ্ন।
তেমন কিছুই চাই না
হৃদয় ছোঁয়া একটা কবিতা দাও প্রভু,
আমার মূর্খ জ্ঞানে হবে না জানি কাব্য কবিতা-পণ্ডশ্রম মিছে চেষ্টা তবু।
হে কলম তোমার শেষ বিন্দু কালি দিয়ে একটা প্রতিবাদী কবিতা দাও,
শ্রমিকের ন্যায্যমূল্য নারীর অধিকার
অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাড়াও।
মানহীন ক্ষুদ্রতম কবিতা লিখে চাই কি করে
কবি'র তৃপ্তিময় সম্মান,
একটা কবিতা চাই যে কবিতা হবে
অর্থ পূর্ণ রাখবে কবিতা'র মান।
আমি একটা স্বাধীন কবিতা চাই
যে কবিতায় থাকবে পূর্ণ স্বাধীনতা,
যে কবিতা হবে সত্যের পথে
মানবেনা কোনো পরাধীনতা।
০৫/১১/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।