বালিকা
- হোসাইন মুহম্মদ কবির
অতিথি বেশে বালিকা এসেছে আমার মনের নীড়ে,
পড়িয়া তার প্রেমে দিন কুলমান ভুলে ভালোবাসা দেখাতে চাই হৃদয় চিড়ে।
মায়াময় চাঁদ মুখখানা দেখে-ঘুরি তার জন্য পাগল প্রেমিকের বেশে,
মানসম্মান কাজকম্ম ভুলে
নিত্য কড়া নাড়ি বালিকার প্রেম দুয়ারে এসে।
নিরবদ্য পুরুষ হয়ে বালিকার সর্ব অঙ্গে গুপ্তধনের সংবাদ খুঁজে ফিরি,
জলোচ্ছ্বাস ভূমিকম্প মহামারি
ভয় করিনা আমি অগ্নিগিরি।
বালিকার জন্য জীবন ধরবো বাজি
বালিকা আমার স্বপ্ন রানী বহুরুপে রুপবতী,
আমার চোখে বালিকা মানুষরুপী দেবী সরস্বতী।
বুকের তাজা রক্ত দিয়ে বালিকার চরণ রাঙ্গাতে পারি-সে যে আমার ভালোবাসা,
অবুঝ বালিকা কিছুতেই বোঝেনা
আমার চোখের ভাষা।
১৮/১১/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।