বাবা'র শেষ সমাধি
- হোসাইন মুহম্মদ কবির
এখনো মাঝে মাঝে ঘুমের ঘরে স্বপ্নে
ভেসে আসে প্রিয় বাবা'র মুখ,
ঘুম ভাঙ্গতেই দেখি শূন্য স্থান মিথ্যা স্বপ
্ন- ব্যথায় ভরা বুক নাইরে মনে সুখ।
সেই যে গেলে না ফেরার দেশে
বাবা আর এলে না ফিরে,
এ ভুবন মাঝে খুঁজি তোমার আদর স্নেহ
হাজার লোকের ভীড়ে।
প্রতি রোজ ফজরের নামাজ পড়ে
বাবা'র জন্য দোয়া করি প্রাণ খুলে,
বড় ভালোবাসি তাই খুব মনে পড়ে
এক মুহূর্ত পারি'না থাকতে ভুলে।
যখন মনে পড়ে ছুটে আসি
সমাধির পাশে দাঁড়িয়ে বোবাকান্না কাঁদি,
অবুঝ হৃদয় বোঝেনা বাবা ফিরবেনা আর নীড়ে
-এ যে বাবা'র শেষ সমাধি।
২০/১১/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।