হৃদয়ের ফুল
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার লেখা কবিতা

ভোরের আলো উঠলো ফুটে,
ফুটলো কত ফুল,
কদম্ব কেতকী, মালতী যুঁথী,
ফুটেছে গোলাপ বকুল।

শিউলি টগর, সাদা বক ফুল,
ফুটেছে নয়নতারা,
কলকে ও গাঁদা, কাশফুল সাদা,
নয়ন মনোহরা।

ফুটেছে কুঁড়ি, মেলেছে পাপড়ি,
ফুটেছে অপরাজিতা,
শত সূর্যমুখী, রক্ত করবী ফুটেছে
মাধবী মালতী হেথা।

দিঘির জলে পদ্মশালুক,
মাঠে মাঠে পলাশ ধুতুরা,
ফুলের গন্ধে মেতেছে পবন,
শোভায় ভুবন ভরা।

হৃদয়ে আমার ফুলের বাহার,
ফুটেছে হৃদয় কমল,
কবিতার পাতায় ফুটেছে হেথায়,
ভালবাসার শতদল।

হৃদয় বীনায় মনের তারে,
বেজে ওঠে যে সুর,
সেই সুরে মোর কণ্ঠের গান,
হয়ে ওঠে সুমধুর।

উদার আকাশে মুক্ত বাতাসে,
আজও সেই সুর বাজে।
হৃদয়ের ফুল ফুটুক এবার,
সবার হৃদয় মাঝে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।