অরণ্যের ঘুম ভাঙে (লোক কবিতা)
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

মহুলবনে
মহুল তলায়,
সাঁওতালরা
মাদল বাজায়।
মহুল বনে বাঁশের বাঁশি বাজে ।
ধামসা বাজে
মাদল বাজে,
সাঁওতালীরা
আনন্দে নাচে।
পায়ে তাদের রুপোর মল সাজে।
দশ হাণ্ডি
হাঁড়িয়া খায়,
জোড়া জোড়া
খাসি খায়,
মদের নেশায় চোখে দেখে সরষে ফুল।
মাদলের
তালে তালে
সাঁওতালীরা
ঘুরে বুলে,
অরণ্যের ঘুম ভাঙে, ভাঙে মনের ভুল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।