জন্মদিন
- শাওন সারথি
সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে যে রাষ্ট্রের জন্ম
সেই রাষ্ট্রেই গতকাল ছিল এক কবির জন্মদিন।
যে কবি একটি পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবির চিত্রনাট্য কল্পনা করে
যেখানে প্রতাপশালী শাসকেরা নতজানু হয় শোষিতের কাছে আর
শোষিতেরা সম্মেলিত চাষাবাদের মধ্য দিয়েই
নির্বাচিত করে তাদের ভালবাসার সারথি।
যে কবি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যাবস্থার স্বপ্ন দ্যাখে।
গতকাল ছিল সেই কবির জন্মদিন।
যে কবি হাতের রেখা ধরে এগিয়ে যায় মানুষের বুকের ভেতর
আর রচনা করে মিছিলের বিপ্লবী স্লোগানসমূহ।
যে স্লোগানগুলো এক হ্যাঁচকা টানেই ধুলোতে মিশিয়ে দেয়
অনির্বাচিত শাসকের সিংহাসন আর
মজুদদারদের দেয়াল ভেঙ্গে ছিনিয়ে আনে সুস্পষ্ট খাবার সমুহ
শোষিতের জিহ্বার ডগায়।
গতকাল ছিল সেই কবির জন্মদিন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।