কারাগার
- হোসাইন মুহম্মদ কবির

আজ ঘুমন্ত বিবেক উঠেছে জেগে
চোখের সম্মুখে অন্যায় অত্তাচারে,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মা'গো
আজ আমি বন্দী কারাগারে।

এ সমাজের ধর্ম বিরোধী কর্ম কাণ্ড দেখে
প্রতিবাদী অগ্নিতাপে হৃদয় ওঠে জ্বলে,
ইসলামের কথা বলেছি বলে
করেছে বন্দী বিনা অপরাধে ক্ষমতার বলে।

আজ হোক না মিথ্যার জয়
-ন্যায়ের পক্ষে হবে মরণ ভয় করিনা তাতে,
আমি নির্দোষ তবু মরণ হাসি মুখে করবো বরণ
খোদার রহমতে।

কারাগার কতো যন্ত্রণার হয় মা'গো
তোমায় বোঝাই কেমন করে,
ক্ষণে ক্ষণে অমানুষিক অত্যাচার
অভুক্ত দেহ সইতে নাহি পারে।

খোদা বিহীন এ ভুবনে কে আছে জীবন দাতা,
কার কাছে প্রাণ ভিক্ষা চাই
কে লিখবে পাপপুণ্য জীবনের খাতা।

০৪/১২/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।