শীতের রাতি জাগে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার লেখা কবিতা

খোলা আকাশ মাথার উপর, পায়ের নীচে মাটি
পূবের আকাশে সূর্যটা দেখি, লাল হয়ে উঠে,

তারই পরে সোনালি রোদ, সেজেছে পারিপাটি।
দিঘির জলে পদ্ম শালুক, উঠেছে কত ফুটে।

আকাশ জুড়ে সুরের মেলা, পাখিরা গায় গীত
উত্তরে হিমেল হাওয়া বয়, এলো আজ শীত।

শীতের চাদর জড়িয়ে গায়ে, নেমে আসে কুয়াশা,
আকাশ বাতাস, মাটি ও গাছ, দেখায় সবই ধোঁয়াশা।

গরম চায়ের কাপে, চুমুক দিতে আরাম লাগে,
কাঁথা মুড়ে ঘুমায় শহর, শীতের রাতি জাগে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।