শূন্য
- ফয়েজ উল্লাহ রবি
এসেছে খবর নতুন দিনের
নতুন অতিথির আগমন।
স্বাগতম তোমায়,হে কবি
কবিতায় হও বিলীন।
খুঁজে পাই তোমায়-
প্রতিটি কাগজের পাতায়
তুমি আছো থাকবে ধরায়।
যতো দিন রভে শব্দ পাতা ঝরার
টিনের চালে বৃষ্টির আওয়াজ
হারাবেনা তুমি,সত্যি বলছি আমি
খুঁজে দেখ মেঘের ভেলায়।
হঠাৎ এক দিন খবর এলো,
চলে গেছি আমি না ফেরার দেশে
রেখে যাইনি কিছু হতে ইতিহাস।
তাং-২৯ অক্টোবর ২০১৫ ইং
১৪ কার্ত্তিক ১৪২২ বাংলা
সময়ঃ-০৪ঃ৩০ মিঃ
দাম্মাম,সৌদিআরব।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।