মাঝি আমি কে ?
- রুহুল আমীন রৌদ্র

ভাঙা নৌকায় ভেসে বেড়াই, সাঁতার জানি না,
চুঁইয়ে চুঁইয়ে পানি এসে,
ভরলো নাওখানা।
ভব নদীর তরঙ্গ ভারী, দেখেও রইলাম কানা,
কোন অতলে ভাসি আমি,
গভীরতা নেই জানা।
জল রূপে কেবা হয়, মীণ রূপ কে ?
নৌকা রূপ কেবা হয়,
মাঝি আমি কে ?
কোথায় আছে কার ঠিকানা, কি রূপে কে আনাগোনা,
ভাঙা তরী বয়লাম শুধুই,
জ্ঞান উদিলো না।
গাঁধার মত ছিঁচলাম বারী, নিজেই ফুঁটো করে,
নিজেই নৌকা, নিজেই মাঝি,
অথই পারাবারে ।
নিজের মাঝেই অগাধ নদী,নিজেই নিজের তরী,
নিজের পাপেই নৌকা বুঝাই ,
নিজেই ডুবে মরি।
যেজন গেল নিজকে চিনে, করলো নিজের সাধন,
দীপ্তজ্ঞানে দেখলো সে জন,
সবই একজন।
ভব নদীর প্রতিকূলে, মাঝি আমি কে ?
অধরারে যে ধরেছে,
সে ই চিনেছে।

----০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।