মাথার ওপর কলের চাকা চলে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার লেখা কবিতা

কালো কালো
মানুষগুলো,
গায়ে মেখে
কালো ধূলো,
খাদের নীচে নামে
আর ওঠে দলে দলে।


গাঁইতি, শাবল,
ঝুড়ি হাতে,
কয়লা কাটে
দিনে রাতে,
মাথার ওপর কলের
চাকা অনবরত চলে।


সাড়ে আটটার
সিটি বাজে,
সবাই চলে
নিজের কাজে,
মাথায় টুপি, কালো
জুতো পরে পায়ে।


আট ঘণ্টার
লড়াই করে,
সবাই যে যার
ঘরে ফেরে,
দিনরাত গতর খাটে,
পোড়া পেটের দায়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।