যদি প্রসঙ্গ ওঠে ..
- সৌম্যকান্তি চক্রবর্তী

যদি প্রসঙ্গ ওঠে তবে ,
হবে তা দূরগামী ..
আমার কথা জানাজানি হলে
কলঙ্কী হবে তুমি ...

বলবে সকল লোকে ..
এত এলোমেলো লাগছে
কেন রে তোকে ?
জানতে চাইবে সকলে
তোমার উদাসীনতার কারণ ..
রুক্ষ কেন চুল তোমার ,
বিষণ্ন কেন মন ?

প্রশ্নে প্রশ্নে তোমায় সকলে
করবে পর্যুদস্ত ....
ভাঙা চুড়ি আর কাঁপা হাতে
তুমি হবে রীতিমত ত্রস্ত ..

কুটিল জেরায় তোমায় ,
কথা শুনিয়েই ছাড়বে !
অসহায় বালা তুমি ,
ওদের সাথে কি পারবে ?

কথায় কথায় জানতে চাইবে
আমার বিষয়ে ...
আমার ব্যাপারে বোলো না কিছু
দিও না গো পরিচয় !

তমসাচ্ছন্ন রাত্রির আঁধারের মত
আমার পরিচয় লুকিয়ে রেখো ...
নিজের গোপনে অতি সযতনে
কখনো বা খুলে দেখো !


গজলের ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।