শীত ও তন্দ্রা
- সৌম্যকান্তি চক্রবর্তী
শিশির ঝরা ঘাসে
শীতের আগমনী ..
শীতল শীতল মলয় আবেশে
পাতা খসার ধ্বনি !
নতুন নতুন শীত বন্ধুর
সেই পুরাতন ছোঁয়া ...
ঠাণ্ডা সকাল ঠাণ্ডা রাতে
শীতের পরশ পাওয়া !
ওগো বন্ধু তুমি বিজন রাতে
থেকো মোর সাথী হয়ে ,
মিত্র স্বজন নাই বা হলে ;
কাছে থাকো কথা কয়ে !
রাত্রি তমসা যাত্রী আঁধার ,
সাথী শুধু আছে উপাধান ;
গভীর ভাবনা স্বপ্ন অপার !
নিদ্রাহীন এ তন্দ্রা প্রধান ||
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।