অবরুদ্ধ জুলমাত পিরামিডে জীবন্ত মমী
- রুহুল আমীন রৌদ্র

চির জুলমাতে পূর্ণ সভ্যতাই, এখন নিত্য সঙ্গী,
সভ্যতার সভ্য সবিতা এখানে লীন।
ত্রিবচনের ত্রিকোণ পিরামিডে,
জীবন্ত মমী,
এখন এ আমি।
বিষধর আষীবিষ নির্দয় দংশনে,ধনুকের ন্যায়
বাঁকিয়ে দিচ্ছে নিয়তই,
জোঁকের মত শুষে নিচ্ছে অবশিষ্ট কণিকা।
তুমি হিমালয় ছিলে একদিন,
পূঞ্জীভূত অসীম আবেগ স্বপ্ন প্রেম,
ঢেলে দিতে চেয়েছি তোমার বুকে।
জানি, প্রাতের ঝরা শিউলীর মতো, অঞ্চলভরে কু্ঁড়িয়ে
নিতে,
আমার প্রেম,
স্বভুলেই হারিয়েছি সবি।
এখন আবেগ গুলো তুষার হয়ে,
ছুঁয়ে যায় তোমার বুক,
প্রবাহিত হয় মেঘনা যমুনা।
যদি কভু নীলনদের জলে মিশে যায়,
এ প্রবাহিতা,
আর ছুঁয়ে যায় অবরুদ্ধ এ,জুলমাত পিরামিড,
সেথায় যদি মিশে থাকে তোমার,
কদাচিৎ প্রেম,
তবেই ডুববো গহীনে,
না হয় ভাসবে, ভাসমান পিরামিড হয়ে,
অবরুদ্ধ জুলমাত পিরামিডে, জীবন্ত মমী।
.----০----.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।