বাঙালীর রক্ত ফসল স্বাধীনতা তুমি
- রুহুল আমীন রৌদ্র

অবশেষে তুমি এলে।
বর্বর নৃশংসতা, শাসন শোষণের
দুর্ভেদ্য প্রাচীর গুঁড়িয়ে,
রক্তলোলুপ অত্যাচারীর,
রক্তচক্ষু ভেদি।
পরাধীনতার উদর ফেঁড়ে, প্রবাহিত রক্তগঙ্গায়,
পূণ্যস্নান বঙ্গ মাতৃভূমি
ওহে স্বাধীনতা,
বাঙালীর রক্ত ফসল তুমি।
বুকের ধন হারা মায়ের,বজ্র আর্তনাত,
অস্ফোটিত কুমারীর সতীত্বে,
হায়েনার নগ্ন উল্লাস,
বুটের প্রহারে অকাল গর্ভপাত,
নির্বিচারে নিধন যজ্ঞ,
নিরন্ন শিশুর উদরে, রাক্ষসে ক্ষুধা,
সেদিন দমিতে পারে নি, তারুণ্যের উদ্দমতা।
জনতার বুকে জমেছিল, প্রতিবাদের বজ্র বিদ্যুৎ,
তুষের অনল দাউ দাউ জ্বলে পুড়িয়েছিল,
দুঃষহ অত্যাচার,
একতার দুর্গ গড়ে, বুকের তাজা রক্ত ঢেলে,
এনেছে স্বাধীন পতাকা,
ন্যায়ের সোপান চুমি,
ওহে স্বাধীনতা,
বাঙালীর রক্ত ফসল তুমি।

.........


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।