ক্ষণিক দেখা (২)
- হোসাইন মুহম্মদ কবির - আঁধারে আলোর রেখা
চলার পথে দেখিয়া রমণীর ক্ষণিক রুপ
অন্তর দিলো নাড়া কাঁপিয়া উঠিলো বুক,
ক্ষণিক দেখাতেই উঠলাম আমি চমকে
রুপের নেশায় পথচলা গেলো আমার থমকে।
রুপের তীব্র অগ্নি তাপে বক্ষভূমি
যাচ্ছে আমার শুকিয়ে,
নির্বাক চোখে তবু তার পানে রই তাকিয়ে।
এমন ভরদুপুরে রমণী এলে কোথা হতে,
ক্ষণিক দেখা মুখখানা তার পারি না ভুলে যেতে।
আমি রমণীর প্রেমে মগ্ন
তাই ছন্দ হারিয়ে হয় কবিতা গদ্য,
যার চরণে ফোটে ফুল পদ্ম
তার স্পর্শে করবো নিজেকে শুদ্ধ।
এ মনে ছিলো যতো ভালোবাসা
ক্ষণিক দেখাতে সে নিয়েছে কেড়ে ,
এ ভুবন মাঝে শুধু চাই যে তারে
চিরসঙ্গী করে।
১২/১২/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।