বিজয়
- হোসাইন মুহম্মদ কবির - আঁধারে আলোর রেখা
রক্তগঙ্গায় তনু ভাসিয়ে বিজয় এসেছে
বাংলা মায়ের প্রাণে,
আজও নবীন প্রজন্মের হৃদয় কম্পিত হয়
লাখো শহীদের ইতিহাস শুনে।
সীমাহীণ ত্যাগের বিনিময় বিজয় পেয়ে
গর্বিত বাংগালী জাতি,
তবু এখনো বীরাঙ্গনার গল্প শুনে
চোখে ভেসে আসে ভয়ানক কিছু স্মৃতি।
মুক্ত স্বাধীন বাংলার ভূমিতে
জম্ম নিয়ে আমি ধন্য,
বাংলা ভাষায় কাব্য লিখে হয়েছি কবি
জীবন দিতে পারি বাংলা মায়ের জন্য।
তোরা কে হবি স্বাধীন
বাংলা মায়ের বুকে আয়,
এ জাতি মরণ করে না ভয়
বাংগালী মানে না কভু পরাজয়।
শামসুর রহমানের হে স্বাধীনতা
চিৎকার করে বিশ্ব কে দাও বলে,
সে এসেছে ফিরে জয়গান গেয়ে
লাল সবুজের বিজয় নিশান তুলে।
১৩/১২/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।