যখন বিজয়ের উল্লাসে জাতি
- রুহুল আমীন রৌদ্র

যখন বিজয়ের উল্লাসে জাতি,
লাল সবুজের রক্তিম নেশায় মত্ত,
তারুণ্যের চেতনা।
লাখো অর্থ ব্যয়ে, রঙ বেরঙের পোশাকে
চেতনার ছড়াছড়ি।
তখন রাস্তার পাশে হিম হয়, ক্ষুধার্ত শীতার্ত শিশু,
বেঁচে থাকার চেতনায়, ফ্যালফ্যাল দৃষ্টিতে যুদ্ধরত,
ক্ষুধার দানব হতে মুক্তি পেতে।
ওরা আজো পরাধীন,
ক্ষুধার রাজ্যে।
মরুক ওরা,
মরবেই তো,
তাতে চেতনার কি ই বা ক্ষতি,
যখন বিজয়ের উল্লাসে জাতি !!!
----০----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।