স্বাধীনতা
- হোসাইন মুহম্মদ কবির

স্বাধীন মনে প্রতিবাদী কাব্য ভাষায়
একটা স্বাধীন কবিতা লিখবো আমি,
তোমায় খুঁজি স্বপ্নে আমার
কোথায় লুকিয়ে পূর্ণ স্বাধীনতা তুমি।
:
আমি শুধু নামের নয়
বাস্তব কর্ম কাণ্ডে চাই স্বাধীনতা,
এ দেশে এখনো নারী পুরুষ
বেঁচে থাকে মেনে নিয়ে পরাধীনতা।
:
ধর্ম কর্ম গরীব ধনী নাই ভেদাভেদ
এমন সোনার বাংলা চাই,
নতুন করে রক্ত গঙ্গায় তনু ভাসাবো
যেন পূর্ণ স্বাধীনতা পাই।
:
যারা বাংলা কে ভালোবেসে
দিয়ে গেছে প্রাণ,
মহিউদ্দীন জাহাঙ্গীর.মোস্তফা কামাল
আব্দুর রউফ.মতিউর রহমান।
:
এরা বাংলা মায়ের প্রতিবাদী বীর শ্রেষ্ঠ সন্তান রেখেছে দেশের মান,
নূর মোহাম্মদ শেখ
রুহুল আমিন.হামিদুর রহমান।
:
প্রতিটি মুহূর্তে মনে পড়ে বীর শ্রেষ্ঠ
সাত শহীদের কথা,
তারা কি ভাবে করেছে যুদ্ধ
খুলে দেখো ইতিহাসের পাতা।
:
বাঙালী চায় নিজ মত প্রকাশের স্বাধীনতা,
বিজয় আমার লক্ষ্য শহীদের রক্তে রাঙানো লাল সবুজের পতাকা।

১৬/১২/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।