নীতিকথা
- হোসাইন মুহম্মদ কবির - অশ্রুসজল আঁখি
এ পৃথিবীটা বড় রঙিন
নিজেকে হারাই রঙিন খেলায় মেতে,
নেশাময় পৃথিবীর মানুষ সবে
নইতো আমি সবের বিপরীতে।
কেউ বা টাকার নেশায় মেতে
ভুলে ধর্মকর্ম নিয়মনীতি,
কল কৌশলে ক্ষমতার বলে
মানুষ মানুষের করছে ক্ষতি।
দেখে কামিনীর যৌবন ভরা রুপ
তৃপ্ত প্রেমও নেশায় মগ্ন তরুণ,
যুবকের প্রেমে পড়ে মাতাল তরুণী
যৌবন জ্বালায় বিবেকের হয় মরণ।
গরীবের ন্যায্যমূল্য অন্ন কেরে
লোকের সম্মুখে স্নেহে তুলে নেয় বুকে,
যারা ছদ্মবেশে লিপ্ত অপকর্ম পাপে
এ সমাজে তারাই নীতি কাথা শুনায় মুখে।
কে আছে নিজ স্বার্থ ভুলে
অসহায় মানুষকে বুকে নেবে তুলে,
জান্নাত পাবে কর্ম ভালো হলে
মরণে কাঁদবে সবে অথই নয়ন জলে।
নেশায় মেতে নষ্ট হয়েছে সবে
ভালো মানুষ কে ছিলো কবে?
অতোটা নষ্ট এখনো হইনি যতোটা মানুষ আমাকে ভাবে।
১৯/১২/১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।