আজব খেয়াল ও পিছুটান
- সৌম্যকান্তি চক্রবর্তী
কি যে পেলাম তোমায় ভালোবেসে !
ভালো হত যদি ঘুরতাম দেশে দেশে ;
পরিব্রাজকবেশে যেতাম নানা স্থানে ,
হৃদয় আমার ভরে যেত
এগিয়ে যাবার টানে !
হরিদ্বার আর হৃষিকেশে
ঐশ্বরিক পরশ নিয়ে ;
লুধিয়ানা আর অমৃতসরে
বাহেগুরুর স্মরণ নিয়ে ,
মৈনুদ্দিন চিস্তিতে গিয়ে
উপরওয়ালার গজল গেয়ে
অমরনাথের হিমেল হাওয়ায়
ভোলেবাবার পরশ পেয়ে ;
আসব ফিরে মায়ের নীড়ে
পদধূলি নিতে !
তারপরেতে পাড়ি দেব
বিদেশ বিভুঁয়েতে ;
মার্কিন দেশে পঞ্চহ্রদে
পৌঁছে যাবো পদব্রজে ,
অবশেষে পাড়ি দেব..
রমনীয় সেই জায়গা
এক সুন্দর জলপ্রপাত
যার নাম নায়াগ্রা ;
এরপরেতে প্যারিস যাবো
ফ্রান্সের রাজধানী ...
আইফেল নামক টাওয়ার আছে
বিখ্যাত নামখানি !
তার পরে আমি যাবো ইটালী
ওখান থেকেই পিসা ...
সেখানেই নাকি হেলানো মিনার
দেখতে লাগে খাসা ...
এই করে করে দেশ ঘুরে ঘুরে
ভুলেই যেতাম তোমায় ;
না যদি থাকত আর একটি কেউ
বাবা বলে সে যে আমায় !
আমায় দেখলে হাতটা বাড়িয়ে
ছুটে চলে আসে কোলে ,
কেমন ক'রে তাকে ছেড়ে
বলো যাই আমি চলে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।