হয়নি বলা ভালোবাসি
- হোসাইন মুহম্মদ কবির
নিজের অজান্তে জ্বেলেছি প্রদীপ
কখন তার হৃদয় করেছি আলো,
চুপিসরে দূরহতে যে আমায়
নিত্য বাসে ভালো।
:
কাছে কিংবা দূরহতে লুকিয়ে
নির্বাক চোখে রয় সে তাকিয়ে,
চোখে চোখ পড়তে মুখখানা বাকিয়ে
চলে যায় হাকিয়ে।
:
লাজুক ললনা মুখে কিছু বলনা
তবে বুঝেছি ঠিক আমি,
এ ধরাতে নিজ স্বার্থ ভুলে
আমায় ভালো বেসেছো তুমি।
:
মানে অভিমানে দূরে থাকো সরে
একদিন না দেখিলে মনে জ্বালা ধরে,
অঝোর শ্রাবণ ঝড়ে অন্তরে
তুমি হীন নষ্ট যুবক শুধিতে কে পারে।
:
নির্ঘুম নিঃসঙ্গ অশ্রুজলে
কেটেছে কতো নিশি,
বুঝেও না বোঝার ভানে
হয়নি বলা ভালোবাসি।
২৪/১২/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।