একটি আত্মার প্রতি ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

খাটের উপর শোয়ানো তোমার অপাপবিদ্ধ নশ্বর দেহ ..ফুল চন্দন চর্চিত ..মাথার সিঁথিতে আমার সোহাগের প্রেমসিন্দুর ,
মুখে যেন অমলিন হাসি লেগে আছে ..যেন নাতিদীর্ঘ জীবনে তোমার সব কিছু পাওয়া হয়ে গেছে ..আমি এই প্রৌঢ় বয়সে আকস্মিকভাবে বিপত্নীক ..অনেক দিনের সংসার আমাদের ...কত মায়া , প্রেম , আন্তরিকতা দুজনের মধ্যে ..একটা সময়ে ভাবতাম ভালোই আছি ..তুমি ,আমি আর আমাদের দুটি সন্তান , সত্যি কি ভালো ছিলাম আমরা ? আজ তুমি নেই ..তাই স্বীকার করতে দ্বিধা নেই ..আমি তোমায় আপ্রাণ ভালোবেসে গিয়েছি ...তুমি বলবে পুরুষমানুষের ভালোবাসা হল মুসলমানের মুরগি পোষা ..মিথ্যে বলনি ...ভগবান চোখ দিয়েছেন...সুন্দরী মেয়েদের দেখতাম ..কিন্তু যাই বলো শরীরী প্রেমের বাইরে ও তো একটা হৃদয়ের ভালোবাসা থাকে...সেই ভালোবাসায় চিরকাল বাঁধতে চেয়েছি তোমায় ...কিন্তু আমি যে তাসের ঘর বানিয়েছি ..সেটা আমার কখনো হৃদয়গোচর হয়নি ....একদিন তোমার একটা ডায়রীতে তোমার ঘনিষ্ঠ প্রেম সম্পর্কে জানতে পারলাম ..বিষাদে , হতাশায়, দুঃখে মনটা ভরে গেল...
তবুও ঐ যে কপট কানাই তোমাকে আমাকে এক সুতোয় বেঁধেছে ..সেই বন্ধন অগ্রাহ্য করি কি করে ...বিয়ের মন্ত্রে তোমায় সাত জন্মের জীবনসঙ্গিনীরূপে চেয়েছি ...আজও তাই চাই ...চিরকাল তোমায় রক্ষা করে এসেছি ...তুমি ভালো থেকো রূপকথা ..ঐ যে ধূপের ধোঁয়া উর্ধ্বপানে উঠছে ...মনে হচ্ছে তুমি ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছো ..আমায় শেষ দেখা দেখে নিচ্ছো ..তোমার দৃষ্টি কি অন্য কাউকে খুঁজছে ..আমি তাকে খুঁজে পাইনি গো ! আমাকে ক্ষমা কোরো ! বিদায় নাও ! অনেক শুভেচ্ছা রইল...আগামী জন্মে যেন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয় ...
ইতি
তোমার
প্রিয়দর্শন

( কারো মনে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য ...নিছকই একটা পরীক্ষামূলক লেখা )


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।