আত্ম অহংকারের মাশুল
- অরুণ কারফা

তুমি ছিলে যেমন আজো আছ তেমন
হয়নি তোমার কোন পরিবর্ত্তন
চরণ রয়েছে ভূমিতে,
যেভাবে ফুলেরা সাজিয়ে পশরা
সুন্দর করে তুললেও ধরা
তবু তারে আসে চুমিতে।

আমি চেয়েছিলাম চাঁদ পেতে হাতে
তাও সম্ভবতঃ দিবসে প্রভাতে
আপন প্রেমের নেশাতে,
এরপর না হলেও চেতনার উদয়
পারব না হৃদয় করতে যে জয়
কে পারে তা বুঝাতে?

তাই অবকাশে একা বসে বসে
সকাল থেকে দিনের শেষে
পারি না হিসাব মেলাতে,
অথচ কি না কোন এক সময়
নিশ্চিত ছিলাম প্রেম বিনিময়
হবেই প্রথম সাক্ষাতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।