যেদিন দূরে সরে যাবো
- রুহুল আমীন রৌদ্র

যেদিন দূরে সরে যাবো আমি,
দূর হতে দূরে,
কালের জীর্ণতা বুকে নিয়ে, নিকোটিনপূর্ণ সভ্যতা ছেড়ে,
নক্ষত্রের আলোকছটা পেরিয়ে,
তিমির গহ্বরে।
সভ্যতার ঘূর্ণিপাকে তন্দ্র যাবে এক জোনাকি,
নিবরে নিভৃতে ঝরে যাবে এক পুষ্পবৃতি।
হয়ত ঝরবেনা, ব্যস্ততার ঝঞ্ঝাট,
নক্ষত্রের জ্যোতি,
স্তব্ধ হবেনা সময়ের স্রোত,
প্রকৃতির আন্দোলিত মলয়,
গগণে মেঘের আনাগোনা,
শর্বরীর পূর্ণ চন্দ্রজ্যোতি।
যামিনীর অমাবস্যা ঝেড়ে, দিনমনি হাসবে,
মেঠোপথে গজাবে দুর্দমনীয় দূর্বা,
ফসলের মাঠে আসবে সোনা ফসল।
শুধু পড়ে রবে ধূলিমাখা কবিতার খাতা,
হেঁয়ালী কতক ছিন্নমুকুল স্মৃতি,
আর শুকিয়ে যাবে, একটি মায়ের মুখ,
বুক হতে ঝরে যাবে,
জ্যোতিহীন নক্ষত্র এক।
---০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।