উপদেশ
- ফয়েজ উল্লাহ রবি
সদা সত্যে বলিবে,মিথ্যে নয় কভু
মুরব্বীতে সন্মান করিবে ভক্তিতে প্রভু।
পড়ার সময় পড়বে তুমি খেলার সময় খেলা,
অলসতায় দিন যাবেনা,দুষ্টুমিতে যায় না যেন বেলা।
মন দিয়ে পড়বে তুমি গুরুজনে করো মান্য,
মানুষের মতো মানুষ হবে জীবন হবে ধন্য।
বড়দের বাসবে ভাল ছোটদের আদর
তবেই তোমার বাড়বে সমাজে কদর।
তাং-০৬ নভেম্বর ২০১৫ ইং
দাম্মাম,সৌদিআরব।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।