ফিরে এসো আবার
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ

ফিরে এসো আবার, হে যীশুখ্রীষ্ট! এই ধরণী তলে,
তোমা লাগি আজও মানবকূল, ভাসিছে আঁখি জলে।
ক্রুশ বিদ্ধ হয়ে করেছো জীবনদান পাপী মানবের তরে,
ফিরে এসো আবার হে প্রভু! আবার তুমি এসো ফিরে।

রক্তরঞ্জিত মস্তকে তব, কণ্টকের মুকুট শোভা পায়,
বিদীর্ণ হৃদয়ে তব শোভে, কিরণপ্রভা সুদীপ্ত আভায়।
ক্রুশের উপরে প্রাণ দিলে, এসো হে প্রিয় জ্যোতির্ময়!
প্রভু তোমারই হউক জয়, প্রভু তোমারই হউক জয়।

ফিরে এসো তুমি করিতে মোদের অনন্তজীবন দান,
দানিতে ক্ষুধিতে অন্ন, আর্ত মানবেরে দিতে পরিত্রাণ।
মৃত তুমি? হে ঈশ্বর, নয় সেতো মরণ তোমার।
ফিরে এসো আবার, হে যীশুখ্রীষ্ট! ধরাতে আবার।

চির সুন্দর এই পৃথিবী। সবুজের সমারোহ গাছে গাছে ।
বসন্তে কোকিল গাহে হেথা, তুমি আছো কাছে কাছে।
দানিতে অভয়, এসো হে জ্যোতির্ময়, তুমি আলোকময়,
প্রভু তোমারই হউক জয়, হে প্রভু ! তোমারই হউক জয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।