বোতল-মাহাত্ম্য
- সৌম্যকান্তি চক্রবর্তী
জানো না কি ..
সখা সখী ,
বোতল কয়রকম ..
শুনতে গেলে
ধৈৰ্য্য ধর !
সময় খুবই কম !
জন্ম থেকে মৃত্যু অবধি
নানাবিধ বোতল ,
ষড়ঋতু দিবারাত্রি
সর্বকার্যে সফল !
কচি শিশুর ফিডিং বোতল ,
কিশোরবেলার ঠাণ্ডা পানীয়
যুবক ছেলের সুরার বোতল ,
আছে বোতল নানা স্থানীয় !
খালি বোতল ফাটা বোতল
বোতল সবই কাজের -
বোতল বোতল রক্ত লাগে
বোতল প্রাণের মাঝের !
ক্ষুদ্ৰ নয় তুচ্ছ নয় নয়কো দুর্বল ..
সবার জন্য সব কাজে আছে বোতল !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।