খোঁজে ফিরি
- ফয়েজ উল্লাহ রবি

আজ গুগলে‌ নাম লিখে সার্চ দিলাম
একি,নট ফাউন্ড! খোঁজে না পেলাম।
মডেম,উয়াই ফাই,হটস্পট
কোন কিছুই খোঁজে না ফেল।
কম্পিউটার,স্মার্ট ফোন,আই পেড
সব অটোমেটিক বন্ধ হয়ে গেল,
চার্জার,পাওয়ার ব্যাংক,মাল্টিপ্যাগ
ইলেক্ট্রিসিটি যেন রাস্তা হারালো।
ফেইজ বুক টুইটার ইমু মেসেঞ্জারে
কোথাও আজ পাবে নাকো মোরে-
স্যাটেলাইট ফোনে,নিউজ,টিভি
পত্রিকার পাতা জুড়ে।।

আজকের মতো হঠাত একদিন সত্যিই
আমি হারিয়ে যাব,না ফেরার দেশে।
০৯ নভেম্বর ২০১৫ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।