জীবন সংগ্রাম
- ফয়েজ উল্লাহ রবি

সারা জীবন করে গেলাম কাজ
গড়িতে আধুনিক সভ্য সমাজ
হারালাম যেন সব অধিকার
করিনি কখন কোন প্রতিবাদ।

দুকে দুকে নিচ্ছি গো প্রতিটি নিঃশ্বাস
শিখলাম জীবনের অপর নাম সংগ্রাম,অভিযান
তবু চালিয়ে গেলাম নেই মনে কোন অভিমান
আশা উদিত হবে রবি এই আমার বিশ্বাস।

এই জীবনে করিনি কারও কোন ক্ষতি
তবু কেন থেমে যায় জীবন গতি
লোভ ক্রোধ লালসায় ছিলাম না রতি
নিভে কি যাবে সত্যি প্রদীপ বাতি।

ছেড়ে গেল সেই কবে আমায় করে একা
পাই না খুঁজে আমি কোন কুলের দেখা
জীর্ণ আমি রিক্ত দুর্বল নেই যে শক্তি
কি করে পরিত্রাণ পাব,পাব মুক্তি।

সামান্য সঞ্চয় জীবন কাটে,নেই উন্নতি
কি চেয়ে কি পেলাম,নেই যে কোন সম্পত্তি
সায়াহ্নে এসে মিলে না হিসেব জীবনের
পাবো কি তবে সম্মান,পরে মরনের।

রচনাকাল-শনিবার, দাম্মাম,সৌদিআরব
০৫ই ডিসেম্বর ২০১৫ খ্রীষ্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ
২২শে সফর ১৪৩৭ হিজরি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৩-০১-২০১৬ ২৩:৩৩ মিঃ

অনেক ভাল লাগল