বলা হয়ে ওঠে না …
- সৌম্যকান্তি চক্রবর্তী

কতবার ভেবেছি তোমাকে বলি ,
মনের সেই অব্যক্ত কথা , কিছুটা
সংকোচে , কিছুটা পৌরুষের হানিত্ব
ঘোচার আশংকায় আর বলা হয়ে
ওঠে না , কিছুটা তোমার অচেনা
হয়ে ওঠায় আর কিছুটা নতুন
পরিস্থিতির উদ্ভবে আর বলা হয়ে
ওঠে না , কিছু হাসি তোমার মুখে
অজানা আলো ফোটায় যখন , সেই
সম্মোহনে আর বলা হয়ে ওঠে না ,
তোমার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্যে আর
আর দীপ্তির বিহ্বলতায় আর বলা
হয়ে ওঠে না , যখন তুমি ঘুমিয়ে
থাকো , খুব কাছে গিয়ে তোমার
কানে কানে বলে ফেলি , যখন
জেগে থাকো আর বলা হয়ে ওঠে না !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।