জানি তুমি কাঁদবে একদিন
- রুহুল আমীন রৌদ্র

জানি তুমি কাঁদবে একদিন,
তোমার কান্নায় এখন অহংকারী নির্ঝর,
দম্ভের প্রগাঢ় তেজ মনের মন্দিরে,
রূপের বৈভব, জৌলুষ অঙ্গে।
দম্ভের অদ্রি ভাঙবে একদিন,
ঝরেপড়া শ্রাবণ মেঘের মত ঝরে ঝরে,
নিঃশেষ হবে উম্মাদ যৌবন,
পুড়ে যাওয়া বনের পরিত্যক্ত কদর্য কয়লার মতো,
সেদিন তুমি কাঁদবে।
পত্রহীন বৃক্ষের মতো হয়ে যাবে তুমি,
বসন্ত এলেও জাগবেনা কিশলয়,
ফুটবেনা ফুল,
আসবে না মধুপ গুঞ্জরিয়ে,
হয়ত সেদিন ভাঙবে তোমার ভুল,
ধূলোয় লুটাবে দম্ভের প্রাসাদ।
--০--


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।