কণ্টময় জীবন
- রুহুল আমীন রৌদ্র
ভাবনাগুলো ধর্ষিত হয়ে, নিয়তই সাজে ফুলন দেবী,
দুর্ভাগ্যের কাঁটাতারে ফেলানীর মত আটকে থাকে,
নিঃসাড় নিথর স্বপ্নগুলো,
বুকের বামপার্শ্বে বিঁদ্ধ, একিলিসের খঞ্জর,
ছলনার এ্যালকোলাহল নিয়তই ভোকাল চাপায়,
কোন এক ছলনাময়ী।
পুড়া ঠোঁটে নিকোটিন বিচরণ,
নিঃশ্বাসে লেপ্টানো দুর্বৃত্ত পবন,
ক্যাকটাসের কণ্টকময় এ আমার জীবন।
---০---
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।