সাপুড়ে
- ফয়েজ উল্লাহ রবি - ভালবাসার অণুকাব্য

ও বাবুরা দল বেঁধে আয় সাপের নাচন দেখে যাও
দুই টাকাতে নাচন দেখাই দেখতে যদি চাও।
আমার আছে হরেক রঙের সাপ, কোথাও না পাবে
দেখবে যদি জলদি আসো নয়তো মজা চলে যাবে।

কুকরী ঢোঁড়া দুধরাজ আছে, দেখলে আসো কাছে
ভয় পেয়োনা দেখে সাপ, আরে বাছা দিও নাক লাফ
দাঁত নেই নখ নেই দেখেনা চোখে, ভয় নেই কাটবেনা মুখে
পালাও কেন ওরে বাপরে বাপ, করে দাও মোরে মাপ।

রচনাকাল-শনিবার, দাম্মাম,সৌদিআরব
০৫ই ডিসেম্বর ২০১৫ খ্রীষ্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ
২২শে সফর ১৪৩৭ হিজরি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।