প্রার্থনা
- ফয়েজ উল্লাহ রবি - আঁধারে আলোর রেখা

করি মোনাজাত তোলে দু’হাত,শোন গো ফরিয়াদ
ক্ষমা করো,করে দাও মাফ,যতো ছিল অপরাধ,
তুমিই দয়ার সাগর,তুমি রহী্‌ম-রহমান
তোমার করুণায় বেঁচে আছি,জীবন বহমান।

গড়িয়াছ এই জগৎ সংসার তুমি আপন হস্তে
স্বর্গ হতে পাঠালে মানব মনুষ্যত্ব করে নেস্থ,
হেলায় হেলায় কাটে যে বেলা দিয়ে অন্যেকে কষ্ট
বৃথায় গেল এই জীবন,সময় করেছি নষ্ট।

সে পথে চালাও যে পথে চলে তোয়ার প্রিয় বান্দা
মন্দ থেকে দূরে,সত্যের পথে-নয় ভুল কোন ধান্ধা,
আল-আউয়াল আল-আখির তোমার তরে আমি
বিলীন,আল-ওয়ালি আল-বারর রক্ষা করো অন্তর্যামী।

১৪ নভেম্বর ২০১৫ ইং
৩০শে কার্ত্তিক ১৪২২ বাংলা
০২ সফর ১৪৩৭ হিজরী
শনি বার


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।