আমজনতা
- ফয়েজ উল্লাহ রবি
এই কেমন দেশরে ভাই
ভাল লোকের দাম নাই,
মন্দ লোকের জ্বালায়
কোথায় যে পালাই।
কি করে যে কি করি
ভেবে যে না পাই
দু’বেলা দুই মোঠ ভাত
খাওয়ার উপায় নাই।
ব্যাগে করে টাকা যাই বাজারে
সদাই আনি করে পকেটে
আছিরে ভাই বড় আযাবে
এর অবসান কে ঘটাবে।
সবাই লুট করে যে যেমনে পারে
বিদ্যুৎ গ্যাস ডির্স ফোনের বিলে
দিশেহারা গরীব হলে পরে
মুক্তি কি আর অভাবীর মিলে।
ধানের ক্ষেতে কীট-পতঙ্গের আঘাত
জীবনে গঠল বড় বেঘাত
নাভিশ্বাস বেঁচে আজ থাকা
আছি যেন আঁধারেতে ঢাকা।
শান্তিতো নাই কোন খানে
শান্তির মারও দিয়েছি কবর,
হাসি খুশি আনন্দ কই গেল
জান কি কেউ তার খবর।
রচনাকাল-বুধবার,দাম্মাম,সৌদিআরব
২ ডিসেম্বর ২০১৫, ১৮ অগ্রাহায়ণ ১৪২২ বঙ্গাব্দ
১৯ সফর ১৪৩৭ হিজরি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।