ভুল শিক্ষায় ভুল পথে--
- ফয়েজ উল্লাহ রবি

সহস্র বুলেটে ঝাঝরা করে দিলি প্রাণ
কোথায় তোর মানবতা কোথায়রে জ্ঞান,
কোন মোহে কিসের লোভে কেঁড়ে নিলি জান
আখেরাতে দিবি কি জবাব?আছে প্রমাণ।

ভুল শিক্ষায়!হয়ে দীক্ষিত হারালি মনুষ্যত্ব
বেমালুম ভুলে গেলি মানবতার অস্থিত্ব
কেন?হয়ে গেলো,কি করে তোর মন,পশুত্ব
করলিরে সব মুসলমানের সম্মান বিনষ্ট।

রক্ততের হলি খেলে যায় কিছু ব্যক্তি
জানিনা কি পায়,আছে কি কোন প্রাপ্তি?
মানুষ মারার উৎসবে খুনি হাসে অট্রহাসি
আরালে কল-কাঁঠি নাড়ে,বাঁজায় বিষের বাঁশি।

ইসলাম নয়তো এমন তোমরা দেখছো যেমন
অ্যাইয়ামে জাহিলিয়াতে ডুবে ছিল যে সমাজ তখন
ইসলামের আলোয় আলোকিত মহা মানবে রূপ ধারণ
জীবন্ত কবরে পুতে মারতো নারী;রহিত হয় যার কারণ।

ফিরে আয় সত্যিকারের ইসলামের পতাকা তলে
মুক্তির শিবিরে শান্তির মিছিলে আয় দলে দলে
যে ইসলাম শুধু মানবতার কল্যাণে,মানবতাই ধর্ম যেখানে
সাজাই নতুন পৃথিবী সর্ব ধর্ম বর্ণ গোত্র সবাই এক মিলে।

রচনা কালঃ-
বুধবার-১৮ই নভেম্বর ২০১৫ ইং
০৪ অগ্রহায়ণ ১৪২২ বাংলা/০৫ সফর ১৪৩৭ হিজরী
দাম্মাম,সৌদিআরব।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।