চির অভেদ্য প্রাচীরের দু'পাশে এখন
- রুহুল আমীন রৌদ্র
এক যুগের খোলস পেরিয়ে নব বৃতি মাধুর্য,
সঢৌল যৌবন তোমার অঙ্গে।
রেখা , কবে কখন কোথায়,
তোমার সাথে প্রথম দেখা,
মনে নেই।
মৌনতার মিষ্টি হাসি, পাপড়ি মেলা আঁড়চোখে ভর করে,
গড়েছিলে কাছে পাবার দুরূহ বাঞ্ছা অদ্রী।
আমিও ছিলেম ভাবনার শিখরে,
অব্যক্ত অভিপ্রায় তখনো নিষ্প্রভ ।
ব্যবধান গুঁড়িয়ে তোমায় লুটে নেব,
ভাবনার পূর্ণচূঁড়ায়,
কম্পিত অধরে মাখবো গলিত চন্দ্রের যৌবন সুধা।
অদৃষ্টের পরিহাসে বেড়েছে ইতিহাস,
ধসে গেছে ভাবনার সুদৃঢ় ভিত্তিস্তর।
চির অভেদ্য প্রাচীরের দু'পাশে এখন,
একক ভাবনার দ্বিখন্ডিত ভগ্নাংশ।
---০---
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।