দ্রোহতা
- রুহুল আমীন রৌদ্র

মাঝে মাঝে মনে হয়, প্রচন্ড ক্ষীপ্রতায়,
অবনীর কক্ষপথ আগলে দাঁড়াই,
স্তব্ধ করি আর্বতন লীলা,
কব্জিবদ্ধ করে ছুঁড়ে দিই বিভাবসু কুন্ডে,
ঝলসে যাক সকল বিরহ বিষণ্নতা,
সময়ের কালস্রোত উল্টিয়ে, ফিরে যাই বাল্যকালে,
আবার ফুটাই প্রথম যৌবন প্রসূন
নিয়তির প্রস্তর তলে, চেপে থাকা আবেগগুলো,
জীর্ণতা মুছে দিই হিমাংশু প্রলেপ।
নবোন্মেষে ধরিত্রী সাজাই,
ভালবাসার অবয়বে।
---০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।