ভালোবাসার পরিমাপ
- সৌম্যকান্তি চক্রবর্তী

তবু বললাম , বলেই ফেললাম
তোমায় ভালোবাসি ...সেই সে কথা
শুনে তোমার অবাক করা হাসি ,
সেই হাসিতে আলো ঝরায়
সহস্রটা তারা , আলো দেখে হতভম্ব
সকল দেবতারা , আমি কিন্তু রেগেই
খুন এমন হাসি দেখে , ত্রিভূবনে কে ভালবাসে না নিজের পত্নীটিকে ....
তুমি বললে কত ভালোবাসো ,
আমি বলি ঐ সাগরের মত -
বললে সাগর শুকিয়ে যাবে
আমি বলি ঐ আকাশের মত
বললে আকাশ শূন্য তো ..
আমি বললাম তাহলে
নিজেই নাও বুঝে --
কতটা ভালোবাসি ,
তুমি বললে জানি গো জানি
ভালোবাসো তুমি আমায় !
ভালোবাসার কখনো কোনো
পরিমাপ কি হয় ?
ভালোবাসা তো উপলব্ধি !
যায় কি কখনো বোঝানো ?
ভালোবাসা হল একের কষ্টে
অন্যের অশ্রু মোছানো !
সেই ভালোবাসা তোমার আছে ,
এতদিন আছি তোমার কাছে !
তবু যদি আজ বলেই ফেললে ,
আমি ও তোমায় বলি ....
আমি ও তোমার প্রেমের পিয়াসী
ভালোবাসাতেই গলি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১১-০১-২০১৬ ০০:১৮ মিঃ

দাদা সুন্দর হোক ধরণীর পরিবার