সৌন্দর্যে পূর্ণিমা
- ভ্রান্ত বিলাস - তোমাতে আমি

তোমার সৌন্দর্যের গ্যালারিতে
যখন উঁকি দিতে যাই
ভরা পূর্ণিমা বাধ সাধে।
'কে দুধ আর কে ঘোল'
এই দ্বিধা আমাকে পেয়ে বসে।
ক্ষনিক পরে
আকাশ জুড়ে কপাল পেলে
টিপের ছবি চাঁদে আঁকে।
দ্বিধা কাটে,পরে চোখের পলক
আর দুধের বাটিতে চাঁদের ঝলক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।