শুধুই তোমার জন্য
- ভ্রান্ত বিলাস - তোমাতে আমি

আজ সকালে নরেন্দ্র মোদি
আমার স্বদেশের মাটিতে পা রেখেছেন...
আমার কাছেও সময় চেয়েছেন,
কিন্তু কিভাবে সম্ভব বলো !
আজ সন্ধ্যেটা শুধুই তোমার জন্য,
সন্ধ্যেয় তোমাকে নিয়ে
খুব করে ভাববো বলে
সময়টা তোমায় দিয়ে রেখেছি।
বহুদিন তোমায় আয়োজন করে ভাবা হয় না,
তাই মুখের ওপর মোদিকে না করে দিয়েছি ।

আমারও ইচ্ছে ছিলো কুচক্রী আড্ডায় যোগ দেয়ার...
"সৎ মানুষ দিয়ে কি হয়? কিছু না
কিন্তু একজন খাঁটি মানুষ দিয়ে দেশ পালটে দেয়া যায়।"
সৎ হওয়ার ইচ্ছে মরে গেছে এই কথা জানার পর।
মাও সে তুং পড়ে মৃত্যু তুর পাহাড়ের
মতো ভারী করার প্রত্যয় নিয়েছি,
ইচ্ছে জন্মেছে উজ্জল ভবিষ্যৎ গড়ার...
সব চুলোয় যাক।
অনেক দিন পর তোমায় আয়োজন করে ভাবতে যাচ্ছি,
আজ সন্ধ্যেটা শুধুই তোমার জন্য,
শুধুই তোমার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।