অনভ্যস্ত ভালোবাসা
- ভ্রান্ত বিলাস - তোমাতে আমি
যতটা মন দিয়ে 'ব্যবহারিক বাংলা অভিধান' পড়ি
ততটা মনোযোগ দিয়ে ভালোবাসতে পারিনা,
বিদ্যা মুখস্থে অনভ্যস্ত
তাই প্রেমের ধারাপাতে চোখ বুলাইনি।
নিঃসঙ্গতার নীল জ্যোৎস্না
কৈশর থেকে খোঁজে বেড়াচ্ছি ,
জনশূন্য পথ বা খোলা মাঠ যতটা টানে
তোমার আঁচল ততটা টানে না।
ভালোবাসতে ভুলে যাই-এটা সত্য...
তবে তুমিহীন চারপাশ
একটা মাতালের অনুভূতিতে ডুবিয়ে রাখে-
যার টানে বার বার মাতাল হই।
দেয়ালহীন মনে ঝড়ের বেগই বুঝিনা
নারী উপস্থিতি বুঝি কি করে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।