হৃদয়ে মাখামাখি
- ভ্রান্ত বিলাস - তোমাতে আমি
নিয়ন আলোয় জোড়া পায়ে
নিজের ছায়া মাড়িয়ে চলেছি
আর ভাবনাার,স্মৃতি চারণ করছি।
তোমাকে কখন কোথায় কতটুকু ভেবেছি,
তার কিছুই মনে করতে পারছি না।
ভাবনার মাখামাখিতে স্মৃতি চারণ থাকে না।
তুমি আমার নিঃশ্বাস নও
তবে শ্বাস রোধের যন্ত্রণা,
কল্যাণ ঠাঁটে বাঁধা ইমন নও
তবে,তান শেষে ফুসফুসের যন্ত্রণা।
ভালোবাসার চেয়ে ঘৃণা প্রত্যাশিত।
প্রেমের অনুভূতি সরল শীতল,
ঘৃণাতেই সম্পূর্ণ অস্তিত্বে লেপ্টে থাকা যায়।
হোকনা ঘৃণা,তবু তো সমস্ত হৃদয়ে তোমার মাখামাখি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।