আমাদের মনন
- ভ্রান্ত বিলাস - মানবতা

এই রাজপথ,
মাটির পথ আজ পিচ্ ঢালাই রাজপথ।
এই ম্যানহোল,
নর্দমা,ডোবা থেকে আজ ড্রেনেজ ম্যানহোল।
এই বাতাস,
লাশের গন্ধে আজ এয়ার রিফ্রেশনার!
এই আঁধার,
রাতের আঁধার আজ ফ্লোরোসেন্ট এ উজ্জ্বল।
এই খ্রিষ্টাব্দ,
১৯৭১ থেকে আজ ২০১৫ খ্রিষ্টাব্দ ।
কিন্তু এই রাজপথ,ম্যানহোল,খ্রিষ্টিয় ২০১৫,বাতাস,রাতের আঁধার প্রায়শই
থমকে যায় ১৯৭১এ..
যা থমকে দেয় আমাদের,আমাদের চিন্তা,
আমাদের অস্তিত্ব।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।